Header Ads

ইডেনের ক্লাব হাউস থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলার দাবি বঙ্গ বিজেপির!

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামার সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় ৪০ জন সৈনিকের মৃত্যু হয়। এর পরে থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আর এই ক্ষোভ বহু গুন বাড়িয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ও বিশ্বখ্যাত প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।
মুখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি কথা বলছেন ইমরান, কিন্তু তাঁর জমানাতেও জঙ্গিদেরই লালন-পালন করা হচ্ছে। পুলওয়ামার হামলার সঙ্গে জইশ প্রধান মাসুদ আজহারের যোগের কথা অস্বীকার করে বিবৃতি দিয়েছেন ইমরান।
 ভারতে জঙ্গি কার্যকলাপের সঙ্গে পাক-যোগের প্রমাণও চেয়েছেন পাক প্রধানমন্ত্রী। মোহালি স্টেডিয়াম থেকে ইতিমধ্যে ইমরান খান-সহ পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পাঞ্জাব।
এবার সেই ঘটনার আঁচ পড়তে চলেছে এই শহরে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, ভারত বিরোধী কার্যকলাপে মদত দিচ্ছে যে দেশ, সেই দেশের ক্রিকেটারদের ছবি ইডেনে রাখার দরকার নেই। অবিলম্বে ছবি সরিয়ে ফেলা না হলে আন্দোলনে নামবে বিজেপির যুব মোর্চা। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসে ইমরান খান, রামিজ রাজা, ওয়াসিম আক্রমের মতো পাকিস্তানি ক্রিকেটার ছবি রয়েছে।


কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.