চন্দা কোচারের বিরুদ্ধে লুক আউট নোটিশ সিবিআইয়ের!
নজরবন্দি ব্যুরো: আবার ব্যাঙ্কিং দুর্নীতির অভিযোগ। এবার এই অভিযোগ উঠল চন্দা কোচারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আইসিআইসিআই এর প্রাক্তন সিইও ও ম্যানেজিং ডিরেক্টর যাতে দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে না পারেন, সেই কারণেই তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চন্দা কোচার ছাড়াও দ্বিতীয়বার লুক আউট নোটিশ জারি হয়েছে তাঁর স্বামী দীপক কোচার ও ভিডিওকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতের বিরুদ্ধে। ইতিমধ্যে এই নোটিশের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।
কোন মন্তব্য নেই