ফটো শ্যুট সরকারের প্রাইম টাইম মিনিস্টার মোদী! খোঁচা রাহুলের।
উল্লেখ্য ১৪ই ফেব্রুয়ারি জঙ্গি হামলার দিন একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্যে প্রচার মূলক তথ্যচিত্রের শুটিং চলছিল, সেখানে শ্যুটিং করছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তথ্যচিত্রের শ্যুটিং চলছিল উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশন্যাল পার্কে, শ্যুটিং চলে দিনভোর।
এবার এই বিষয় নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি। আজ একটি ট্যুইট করে প্রধানমন্ত্রীর শ্যুটিং-এর ছবি পোষ্ট করেন তিনি। সেখানে নরেন্দ্র মোদিকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি।
দেখুন সেই ট্যুইট
पुलवामा में 40 जवानों की शहादत की खबर के तीन घंटे बाद भी ‘प्राइम टाइम मिनिस्टर’ फिल्म शूटिंग करते रहे।— Rahul Gandhi (@RahulGandhi) February 22, 2019
देश के दिल व शहीदों के घरों में दर्द का दरिया उमड़ा था और वे हँसते हुए दरिया में फोटोशूट पर थे।#PhotoShootSarkar pic.twitter.com/OMY7GezsZN

No comments