Header Ads

কৃষকদের দাবিদাওয়া নিয়ে আরামবাগ থেকে সিঙ্গুর পর্যন্ত পদযাত্রায় রাজ্য বিজেপির কিষান মোর্চা।

নজরবন্দি ব্যুরোঃ কৃষকের মন পেতে কেন্দ্রীয় বাজেটে কৃষক কল্যাণ প্রকল্পের ঘোষণা করে লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক দিয়েছেন নরেন্দ্র মোদি।
এবার ভোটের আগে কৃষকদের ঘরে ঘরে সেই কেন্দ্রীয় প্রকল্পের প্রচারকে নিয়ে যেতে চান মোদি,অমিত শাহরা। লক্ষ্য, কৃষকদের সমর্থনকে দলের ভোটবাক্সে প্রতিফলিত করা। তাই কৃষকদের জনসমর্থন আদায়ে দলের কৃষক সংগঠন কিষাণ মোর্চাকে পথে নামাচ্ছে বিজেপি।

 পশ্চিমবঙ্গেও কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আরামবাগ থেকে সিঙ্গুর পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কিষান মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি রামকৃষ্ণ পাল জানিয়েছেন, আলুর দাম-সহ বিভিন্ন দাবিতে পদযাত্রা হবে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি দু'দিন ধরে চলবে এই কর্মসূচি। পদযাত্রা আরামবাগ থেকে শুরু হয়ে জাঙ্গিপাড়া হয়ে সিঙ্গুরে শেষ হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.