Header Ads

গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হল শহিদদের।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। গতকাল শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ এর কনভয় এর উপর ৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে কনভয়ে। তারপরই বিস্ফোরণ হয়। সাথে সিআরপিএফের কনভয় লক্ষ করে গুলি বর্ষন করে জঙ্গিরা। এটাই স্বাধীন ভারতে সব থেকে বড় জঙ্গি হানা।
সব মিলিয়ে শহীদ হয়েছেন ৪৫ জন। আজ সন্ধ্যায় বায়ুসেনার বিশেষ বিমানে মরদেহ আনা হয়। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে কফিনে কাঁধ দিতে দেখা যায়। দিল্লির পালাম বিমানবন্দরে শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, সেনাপ্রধান বিপিন রাওয়াত ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় শহিদদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.