Header Ads

ফের জইশ-ই-মহম্মদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা।

নজরবন্দি ব্যুরোঃ ফের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। উল্লেখ্য, ২০০১ সালেই জইশকে নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর একপ্রকার বাধ্য হয়ে ২০০২ সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তবে পাক সেনার মদতে কার্যকলাপ চালিয়ে যায় মৌলানা মাসুদ আজহারের সংগঠনটি।

 এবার তা নিয়েই সরব হয়েছে আমেরিকা। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্রদপ্তরের আধিকারিক নাথান সেলস বলেন, জইশকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। এবার সংগঠনটির টাকার জোগান বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে আমেরিকা।বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিশাল অঙ্কের মার্কিন অর্থ সাহায্য পাচ্ছে পাকিস্তান। তার সবটাই খাতায়-কলমে দেখানো হয় না।

 বাস্তবে ওই অর্থের অনেকটাই ভারতের বিরুদ্ধে জঙ্গিদের প্রশিক্ষণ দিতে খরচ করছে আইএসআই ও পাক সেনা। এতদিন তা দেখেও না দেখার ভান করে আসছিল আমেরিকা। তবে পুলওয়ামা হামলার পর পরিবর্তিত পরিস্থিতিতে জল যে এবার মাথার উপর দিয়ে যাচ্ছে তা বুঝতে পারছে ট্রাম্প প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.