Header Ads

মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন, তবে তিনি খুব অসুস্থ। জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

নজরবন্দি ব্যুরোঃ মাসুদ আজাহার নাকি খুব অসুস্থ? ভারতের আক্রমনে ভয় পেয়েই কি তিনি অসুস্থ হয়ে পরলেন? তবে তার মনে রাখা উচিৎ এটা ট্রেলার ছবি এখন শুরুই হইনি। তাতেই তিনি অসুস্থ? এই খবর কিন্তু সূত্রের নয়। এই খবর দিয়ছেন স্বয়ং পাকিস্থান সরকারের প্রতিনিধি।

 জইশ প্রধান মাসুদ আজহার রয়েছে পাকিস্তানেই। তবে জইশ প্রধান খুবই অসুস্থ। এতটাই যে সে বাড়ি থেকে বের হতে পারেছে না। এক টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে শুক্রবার ওই কথা স্বীকার করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি বলেন, 'মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন। যতদূর আমি জানি তাতে আজহার খুবই অসুস্থ। বাড়ি থেকে বের হওয়ার অবস্থায় নেই আজহার।

'কুরেশিকে প্রশ্ন করা হয়, যে লোকটার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এত উত্তেজনা তাকে কেন গ্রেফতার করছে না পাকিস্তান? কুরেশি বলেন, মাসুদ আজহারের বিরুদ্ধে এমন প্রমান দিতে হবে যা আদালতে দাঁড়ায়। উল্লেখ্য ভারত রাষ্ট্রসংঘের নিরপত্তা পরিষদের ১৫টি দেশের কাছে জইশ-ই-মহম্মদ সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার লক্ষ্যে নতুন করে প্রস্তাব দিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.