Header Ads

বিদায়ী ম্যাচে পরাজিত হয়ে মাঠ ছাড়লেন মেহেতাব!

নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগানের জার্সিতে শুরু করেছিলেন বড় ক্লাবে খেলা। আর শেষ করলেন ফুটবল জীবন সেই ক্লাবের জার্সিতে । কিন্তু শেষ টা ভালো হলনা মেহেতাবের। ইন্ডিয়ান অ্যারোজের তরুণ ফুটবলাররাও ঘরের মাঠে সবুজ-মেরুনকে ১-৩ গোলে পরাজিত করল।বুধবার অনুশীলন শেষে বাগানের সব ফুটবলাররা বুট তুলে ময়দানের 'মিডফিল্ড জেনারেল'কে অভিনব সংবর্ধনা দিয়েছিলেন।

 কিন্তু খেলায় সেই অভিনবত্ব দেখাতে পারলেন না তাঁরা।ফলে বিদায়বেলায় এদিনের মোহনবাগান অধিনায়ককে দলের পরাজয়ের সাক্ষী থাকতে হল। তবে খেলা শুরু হবার পর প্রথম গোল করে মোহনবাগান। ১৭ মিনিটের মাথায়। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ এ। এরপর দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে অ্যারোজের হ.য়ে দ্বিতীয় গোলটি করেন রাহুল কেপি।তবে ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি আসে একেবারে ইনজুরি টাইমে রোহিত দানুর পা থেকে।

 ম্যাচের পর এক অভিনব চিত্র দেখা গেল মাঠে, মেহতাবকে ঘিরে আনন্দে মাতলেন অ্যারোজের ফুটবলাররা। মাঠের মধ্যে তাঁকে শূন্যে ছুঁড়ে লোফালুফিও করলেন। তুললেন তাঁর সঙ্গে গ্রুপ ছবি। তাঁর দল না জিততে পারলেও ভারতীয় ফুটবলের এই ভবিষ্যতদের দেখে নিশ্চিন্ত হতে পারেন মেহতাব। সবুজ মেরুনের গোলও তো এল এক তরুণের পা থেকেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.