Header Ads

সংসদে সর্বদল বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা দিলেন বিরোধীরা।

নজরবন্দি ব্যুরোঃ সংসদে সর্বদল বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র গুলাম নবি আজাদ বললেন '‌কাশ্মীর হোক বা দেশের যে কোনও স্থান, দেশের একতা, নিরাপত্তা এবং নিরাপত্তা বাহিনীর সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় সরকারের পাশে থাকব।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস সরকারকে পূর্ণ সমর্থন করবে'।শুক্রবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়ে দিয়েছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে কংগ্রেস কেন্দ্রকে সমর্থন করবে। শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে সর্বদল বৈঠক বসে। হাজির ছিলেন তৃণমূলের সুদীপ ব্যানার্জি, ডেরেক ও'‌ব্রায়েন, এনসিপি-র শরদ পাওয়ার, কংগ্রেসের গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা।

এছাড়া এনসি-র ফারুক আবদুল্লা, শিবসেনার সঞ্জয় রাউত, এলজেপি-র রামবিলাস পাসোয়ান, সিপিআই-এর ডি রাজা, টিআরএস-এর জিতেন্দ্র রেড্ডি, আরএলএসপি-র উপেন্দ্র কুশওয়াহা, জয়প্রকাশ নারায়ণ, অকালি দলের নরেশ গুজরালও যোগ দেন বৈঠকে।রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, '‌সারা দেশের ১৩০ জন নাগরিক এখন এক হয়ে কেন্দ্রীয় সরকারের সমর্থনে এগিয়ে এসেছে। এখন রাজনীতির সময় নয়। একজোট হয়ে লড়ার সময়। কেন্দ্র যাই সিদ্ধান্ত নিক, আমরা সবাই পাশে আছি।

ছবিঃ  ফাইল থেকে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.