Header Ads

স্মরনে নয়, হৃদয়ে থাকো। বাবলুকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা হাতে মানুষের ঢল।

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ ৪৫ জন জওয়ানের মধ্যে তিনিও একজন। হাওড়ার বাবলু সাঁতরা। সিআরপিএফ -এ কর্মরত হেড কনস্টেবল।
শেষবারের মত বাড়ি ফিরছেন তিনি তবে পায়ে হেঁটে নয়, কফিনবন্দী হয়ে। শোকাতুর পরিবারের পাশাপাশি শোকাতুর সারা দেশ। চোখের জলে শহিদ বাবলুকে বিদায় জানাতে তৈরি হাওড়ার বাউরিয়ার চককাশি রাজবংশী পাড়া। ক্লাস ওয়ানে পড়া একমাত্র মেয়ে, শ্রী আর মা-কে রেখে ভারত মায়ের ঋন চুকিয়ে শহিদ হয়েছে বাবলু। শোকে পাথর তাঁর সমগ্র পরিবার। বাড়ির বাইরে প্রচুর মানুষের সমাগম। কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে জাতীয় পতাকা। শেষবারের মত বিদায় জানাতে বাবলুর বারির সামনে মানুষের ঢল। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শেষ শ্রদ্ধা জানাতে তৈরি এলাকাবাসী। তাঁদের মুখে একটাই স্লোগান স্মরনে নয়, হৃদয়ে থাকো।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.