পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গী হামলার মূল চক্রীর খোঁজ পেলেন গোয়েন্দারা।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার মূল চক্রী রশিদ গাজির সন্ধান পেল এবার ভারতীয় গোয়েন্দারা। হামলার দায় স্বীকার করে জঈশ-ই-মহম্মদ গোষ্ঠী। সেই সময় উঠে আসে আদিল আহমেদ দারের নাম। তারপরেই এবার খোঁজ মিললো রশিদের।
পুলওয়ামা বিস্ফোরণের পর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে হামলার দায় নিয়ে গোটা ঘটনার কথা জানায় আদিল আহমেদ। সেই সূত্র ধরেই গোয়েন্দারা খোঁজ পেলেন রশিদ গাজির। জানা গেছে, ত্রাল কিংবা পুলওয়ামার কোনো জংঙ্গল থেকে কাজ চালায় সে। তাকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।
পুলওয়ামা বিস্ফোরণের পর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে হামলার দায় নিয়ে গোটা ঘটনার কথা জানায় আদিল আহমেদ। সেই সূত্র ধরেই গোয়েন্দারা খোঁজ পেলেন রশিদ গাজির। জানা গেছে, ত্রাল কিংবা পুলওয়ামার কোনো জংঙ্গল থেকে কাজ চালায় সে। তাকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

No comments