Header Ads

"আবেগ নিয়ে পথ চলো না রাজনীতি টা শেখো।" শিউলি নন্দন

আবেগ
শিউলি নন্দন
আবেগ নিয়ে পথ চলো না
রাজনীতি টা শেখো।
কথার খেলাপ, মিথ্যা ভাষণ
আছে কি কি দ্যাখো॥
বিশ্বাস আর ভরসা গুলো
পুড়ে ছাই হলো।
বসে থাকো আবেগ নিয়ে
মুনাফা রাজনীতির হলো॥
মুখ থুবড়ে পরে আছে
প্রতিশ্রুতির বুলি।
আবেগ হলো আজকের যুগে
ঠাকুমার ঝুলি॥
তাই তো বলি আবেগ ছেড়ে
রাজনীতি টা শেখো।
তবেই তুমি জয়ী হবে
আর কি কি হবে দ্যাখো॥

কবিঃ শিউলি নন্দন 
বৈকুন্ঠপুর
বর্ধমান
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.