Header Ads

পুলওয়ামার ১২ দিন পর ১২ বিমানের প্রত্যাঘাত ভারতের

নজরবন্দি ব্যুরোঃ সার্জিক্যাল স্ট্রাইকের ধাঁচেই পুলওয়ামা কাণ্ডের ১২দিন পর ১২বিমান (মিরাজ-২০০০) নিয়ে পাকিস্তানের ৮০ কিমি ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিলো ভারত।আজ ভোর ৩.৫৮ থেকে ৪.০৪ পর্যন্ত পরপর বোমাবর্ষণ করে জয়িস হিজবুল ও লস্করের ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।


এই হামলায় প্রায় ৩০০জঙ্গি নিহতের খবর আছে।পাকিস্তানের তরফ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়েছে।এই হামলার পর পাকিস্তানে মন্ত্রীদের জরুরি মিটিং ডেকেছে পাকিস্তান সরকার।পুলওয়াম কাণ্ডের পর প্রধানমন্ত্রী বলেছিলেন বড় ভুল করে ফেলেছে পাকিস্তান ও জঙ্গী সংগঠনগুলি।এর বদলা ভারত নেবে।তাই এই হামলার ১২ দিন পর বদলা নেওয়া শুরু করলো ভারত।

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী।সেখানে উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং সামরিক উপদেষ্টারা।এই ঘটনার পর আন্তর্জাতিক সীমান্তে হাই এলার্ট জারি করা হয়েছে।এই হামলার ঘটনা সমর্থন করে বায়ুসেনাকে স্যালুট জানিয়েছেন রাহুল গান্ধী।

হামলার সময়ঃ

ভোর ৩.৩৮-৩.৫৫- মুজাফরবাদ
ভোর ৩.৫৮-৪.৪- চাকটি
ভোর ৩.৫৮-৪.৪- বালা কোর্ট
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.