Header Ads

"বঙ্গমায়ের বীরপুত্র, তোমাকে সেলাম..." অনিন্দিতা

বঙ্গসন্তান
অনিন্দিতা চক্রবর্তী
হে বঙ্গ সন্তান...।
তোমার ত্যাগে বলি হল
তোমার নিজ প্রান।
কত মায়ের কোল হল
ক্ষণিকে নিঃসন্তান।
ভঙ্গ হল মায়ের আশা
স্তব্ধ হল মুখের ভাষা।
সন্তানকে দেখতে চাওয়ার
অপেক্ষা আপ্রাণ...।
হে বঙ্গ সন্তান...
তোমরা হলে রক্ষা কবচ,
তোমরা হলে শান্তি প্রতীক,
তোমরা হলে দেশের মালিক,
এই বঙ্গ মাটির প্রান।
নিশ্চিন্তে ঘুমোই যখন,
যুদ্ধ করো তোমরা তখন।
রক্ষা কর দেশের মাটি,
দেশের লোকের প্রাণ।
দেশনায়ক তোমরা মোদের
রক্ষাকর্তা তোমরা মোদের।
চরণধূলি মাথায় রাখি
বাধা রাখি প্রাণ।
ইতিহাসের পাতায় তোমরা,
ভারতবাসীর হৃদয়ে লেখা,
বঙ্গমায়ের বীরপুত্র,
তোমাকে সেলাম...।
হে বঙ্গসন্তান...।
কবিঃ অনিন্দিতা চক্রবর্তী
ঝোরহাট, আন্দুল, সাকরাইল
হাওড়া।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.