Header Ads

পুলওয়ামায় হামলার পরে পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি আমেরিকার।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় হামলার পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়েরও ডাক দিয়েছে আমেরিকা। আর এবার একেবারে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্পের দেশ। জানিয়ে দিল, এখুনি জঙ্গিদের মদত দেওয়া ও তাদের আশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান।


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। পুলওয়ামার অবন্তীপুরায় সেনা কনভয়ে হামলা চালিয়ে ৪০ জন সেনাকে শহিদ করেছে পাকিস্তানের এই জঙ্গি সংগঠন। শুধু তাই নয় গত কয়েক বছরে ভারতে সেনার ওপরে যত হামলা হয়েছে তার প্রায় সবকটি হয়েছে জইশ জঙ্গিদের দ্বারা।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডর্স এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের সমর্থন ও তাদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।সারাহ স্যান্ডর্স আরও বলেন এই হামলা জঙ্গি দমন অপারেশন চালানোর ইচ্ছাকে আরও শক্তিশালী করবে। ভারত-আমেরিকা মৈত্রীকে মজবুত করবে। আমেরিকা এই হামলা তীব্র নিন্দা করছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.