Header Ads

মুখ্যমন্ত্রীর লেখা বই রাজ্য সরকারের স্টলে কেন? প্রশ্ন সুজনের

নজরবন্দি ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রাজ্য সরকারের স্টলে থাকবে কেন? প্রশ্ন তুললেন সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী। বইয়ের রয়্যালটি কে নিচ্ছে এবং কোন সমঝোতা ফলে এই কাজ হচ্ছে তা প্রকাশ করার দাবি জানালেন সুজন। এই প্রসঙ্গে চিটফান্ডে প্রতারিতদের জমায়েতে তিনি বলেন, "যে রাজ্যের মুখ্যমন্ত্রী ৮৭টি বই লেখেন, ইংরাজি, হিন্দি, উর্দু, হিব্রু, অলচিকি এমনকি জারোয়া ভাষায় তিনি শতাধিক বই লিখুন আমাদের তাতে সমস্যা নেই।
কিন্তু, সেই বই বিশ্ববাংলার প্রকাশনায় বিশ্ববাংলার স্টলে বিক্রি হচ্ছে কোন চুক্তির ভিত্তিতে, কোন সমঝোতা চুক্তির ভিত্তিতে আমাদের তা জানা দরকার। আর এত বই সরকার কিনছে, লাইব্রেরি কিনছে সেই কেনা টাকার রয়্যালটি কোথায় গেল সেটা ঠিকমতো হিসাব দেওয়া হচ্ছে কি না আর যদি হিসাব দেওয়া না হয় মুখ্যমন্ত্রী বেহিসাবে কাজ করেন তার বাহিনী যা করতে চাইছে তাই হচ্ছে।

এর পরে সুজন বাবু প্রশ্ন তোলেন,  "হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রোজ রোজ নতুন নতুন সম্পদ এক পরিবারের কাছে জমা হচ্ছে কীভাবে আমরা সেই তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছি। গ্রামের মানুষ জানেন সব সম্পদ লুকিয়ে আছে দুজন তিনজন চারজন লোকের কাছে।
যারা লেখাপড়া জানেন না, চাকরি করেন না, ব্যবসা করেন না তাদের সম্পদ হচ্ছে। ঠিক তেমনই হরিশ চ্যাটার্জি স্ট্রিট আস্তে আস্তে হরিশ ব্যানার্জি স্ট্রিট হয়ে গেলে কি করে? সেটাই জানতে হবে আমাদের।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.