Header Ads

জঙ্গি হানায় নিহত সৈনিক দের প্রতি শ্রদ্ধার্ঘ্য দন্ডিরহাট PSN এর পড়ুয়াদের

নজরবন্দিঃ গতকাল কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত ৪৫ জন বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বসিরহাট পূর্বচক্রের অধীন দন্ডিরহাট পি.এস.এনের ৩৫৫ জন ছাত্রছাত্রী,শিক্ষকবৃন্দ ও ৩ নং ওয়ার্ডের সকাল অধিবাসী।গতকাল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় ৭৮ টি গাড়ির কনভয়ে প্রায় ২৫০০ জন সৈনিকের উপর অতর্কিত জঙ্গি হানা হয়।

ঘটনাস্থলেই প্রাণ হারান ৪২ জন সৈনিক এবং আহত অনেকে হাসপাতালে ভর্তি।এই ঘটনায় সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে।এই ঘটনায় পিছিয়ে নেই বিদ্যালয়গুলি ও শিশুরা।আজ দন্ডিরহাট পি.এস.এনের সকল শিক্ষক ,ছাত্রছাত্রী ও ৩নং ওয়ার্ডের সকল সকল অধিবাসী একত্রিত হয়ে শহীদ বেদিতে মাল্যদান,দেশাত্মবোধক আবৃত্তি, গান,বক্তৃতা ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ মণ্ডল মহাশয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্য নারায়ণ ঘোষ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর অদিতি মন্ডল বলেন যে,"আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করি।"আজকের এই অনুষ্ঠানের আয়োজক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ সরদার জানান,"বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি জাতীয়তাবোধ ও দেশাত্মবোধ জাগ্রত করা ও বীর সৈনিকদের প্রতি সম্মান প্রদর্শন করাই আমাদের মূল লক্ষ্য।" তিনি আরও বলেন"এই ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারকে বার্তা প্রেরণ করা হলো"।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.