আরও সুর নরম পাকিস্তানের।মোদির সঙ্গে কথা বলতে চান ইমরান।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের দুদিন পর আরও কিছুটা সুর নরম করলো পাকিস্তান।গতকাল ইমরান খান বলেছিলেন পাকিস্তান যুদ্ধ চাই না।এক কথায় ভয় পেয়ে ভারতকে শান্তির বার্তা দিয়েছিলেন।আর আজ আরও এক কদম এগিয়ে তিনি বলেন প্রয়োজন হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনেও কথা বলতে তিনি প্রস্তুত।এদিকে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে সসম্মানে দেশে ফেরানোর দাবি আরও জোরালো করলো ভারত।
ভারত বলেছে কোনোরকম শর্ত ছাড়াই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে ভারতে ফেরানো হোক।পাকিস্তানের ভেতরেও ভারতীয় পাইলটকে দেশে ফেরত পাঠানোর দাবি উঠেছে।ফলে নিজের দেশ এবং ভারতের চাপে পাকিস্তান ভারতীয় উইং কমান্ডারকে ফেরতের ব্যাপারে পদক্ষেপ করছে।অপরদিকে আজ জলপথে পাকিস্তান আক্রমণ করতে পারে একথা ভেবে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে।
আজ ১১.৩০ নাগাদ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন তিন বাহিনীর প্রধানের সঙ্গে রণকৌশল নিয়ে জরুরী বৈঠক করেছেন।
আজ বিকেল ৪টে নাগাদ তিন বাহিনীর প্রধানরা সাংবাদিক বৈঠক করবেন।অপরদিকে পুলওয়াম হত্যাকান্ডের পেছনে জইস জঙ্গিদের ই হাত রয়েছে তার আরও কিছু প্রমান আজ পাকিস্তানের হাতে তুলে দিল ভারত।এককথায় বলা যেতে পারে প্রত্যঘাতের পর থেকে প্রতিটি ব্যাপারে নিজের অবস্থানে অনড় রয়েছে ভারত।অপরদিকে পাকিস্তান কিন্তু আস্তে আস্তে নিজের অবস্থান থেকে সরে সুর নরম করে দিয়েছে
আজ বিকেল ৪টে নাগাদ তিন বাহিনীর প্রধানরা সাংবাদিক বৈঠক করবেন।অপরদিকে পুলওয়াম হত্যাকান্ডের পেছনে জইস জঙ্গিদের ই হাত রয়েছে তার আরও কিছু প্রমান আজ পাকিস্তানের হাতে তুলে দিল ভারত।এককথায় বলা যেতে পারে প্রত্যঘাতের পর থেকে প্রতিটি ব্যাপারে নিজের অবস্থানে অনড় রয়েছে ভারত।অপরদিকে পাকিস্তান কিন্তু আস্তে আস্তে নিজের অবস্থান থেকে সরে সুর নরম করে দিয়েছে

No comments