#AirStrike পাকিস্তানে, ঘাঁটি ধ্বংস? ৩৫০ জঙ্গি মৃত? ধোঁয়াশায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ৩৫০ জন মৃত, পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে শূন্য! বালাকোটে জঙ্গি ঘাটিতে ভারতীয় বিমান হামলার ফলাফল নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিল একাধিক প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম। পাকিস্তান নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে গতকাল দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ঘটনাস্থলে নিয়ে যায়।
বিশ্বখ্যাত সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন প্রকাশিত হয়েছে লণ্ডনের ‘দ্য গার্ডিয়ান’, ‘ডেলি টেলিগ্রাফ’-এর মত প্রথম শ্রেণীর কাগজে।সেখানে বলা হয়েছে, "ভারতীয় বিমান বোমা ফেলার পরে সে দেশে উৎসব পালন করা হচ্ছে। কিন্তু এই হামলায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় না।" কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছে স্থানীয় গ্রামবাসীদের বয়ান, গ্রামবাসীদের বয়ান অনুযায়ী ৪-৫ টি বোমার শব্দ তাঁরা শুনেছে কিন্তু তাতে ক্ষতি বিশেষ কিছু হয়নি, শুধু কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে আর একজন সামান্য জখম হয়েছেন!"
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম গুলি দেখিয়ে দিচ্ছিল এয়ার স্ট্রাইকে কতজন মারা গেছে এবং কারা কারা মারা গেছে, আন্তর্জাতিক সংবাদসংস্থা গুলি এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে। ‘গাল্ফ নিউজ’ নিজেদের প্রতিবেদনে লিখেছে "সম্ভবত ভারতীয় বিমান নিশানা ভুল করেছে"। ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, "বালাকোট শহরের কয়েক কিলোমিটার দূরে এক পাহাড়ি এলাকায় ভারতীয় বিমান থেকে বোমা ফেলা হয়েছে। যদিও সেখানে মানুষ মারা যাওয়ার কোনও চিহ্ন তাঁরা পাননি।"
ভারতের প্রায় সবকটি সংবাদমাধ্যম দাবি অনুযায়ী মৃতের সংখ্যা বেড়েছে হুহু করে!
কেউ বলছে ২৫০ কেউ ৩০০ কেউ সাড়ে তিনশ আরব একধাপ এগিয়ে কোন মিডিয়া বলেছে ৪০০-র বেশি জঙ্গি নিকেশ হয়ে গেছে অপারেশনে! কিন্তু তাতপর্যপূর্ণ ভাবে কোন মিডিয়ায় নিজেদের 'স্টোরির' স্বপক্ষে গ্রাফিক্স ছাড়া অরিজিনাল ভিডিও বা ছবি দেখাতে পারেনি।
ভারতের বিখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই ট্যুইট করে জানান মিডিয়ায় যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে। টিআরপি বাড়ানোর ঠেলায় এর গম্ভীর পরিস্থিতির দিক থেকে নজর ঘুরে যাচ্ছে!
পাশাপাশি ভারতের মিলিটারি আপডেট ফেসবুক পেজ থেকেও ভারতীয় মিডিয়ার প্রতি ক্ষোভ ব্যাক্ত করে পোস্ট করা হয়, "পাকিস্তানের থেকে বেশি ভারতের ক্ষতি করছে ভারতের মিডিয়ার টিআরপি!
পাশাপাশি ভারতের মিলিটারি আপডেট ফেসবুক পেজ থেকেও ভারতীয় মিডিয়ার প্রতি ক্ষোভ ব্যাক্ত করে পোস্ট করা হয়, "পাকিস্তানের থেকে বেশি ভারতের ক্ষতি করছে ভারতের মিডিয়ার টিআরপি!
Loading...
কোন মন্তব্য নেই