Header Ads

পাকিস্তানের সামনে অভিনন্দন চুপ, তথ্য দিচ্ছে ভারতের নির্লজ্জ সংবাদমাধ্যম!

অর্ক সানাঃ অস্ত্রহীন রক্তাক্ত আহত চোখ কাপড়ে ঢাকা হাত পিছমোড়া করে বাঁধা ভারতের বায়ুসেনার জওয়ানকে চলছে জিজ্ঞাসাবাদ! কি মিশন আপনাদের? নির্লিপ্ত মুখে উত্তাপহীন গলায় উত্তর "আমি একজন উইং কমান্ডার, নাম অভিনন্দন। সার্ভিস নম্বর ২৭৯৮১, হিন্দু। এর বেশি কিছু বলব না দুঃখিত।" ঘোর শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে নিজেকে বিলিয়ে এবং বিকিয়ে না দেওয়া অভিনন্দন কে অভিনন্দন। সত্যিই সেনাবাহিনীর দৃঢ়তা, পেশাদারিত্ব শক্তি যোগায় লক্ষ্যে অবিচল থাকতে। অভিনন্দনরা রাজনেতাদের মত ক্ষমতালোভী, মিথ্যাচারি নয়। টিআরপি-র জন্যে তারা মেকি দেশপ্রেম দেখিয়ে টিভির পর্দায় সঞ্চালনার মোড়কে বাতেলা মেরে জনসাধারণকে বিভ্রান্ত করে না।
সেনা বাহিনীর ওয়েল ট্রেন্ড অফিসার পাকিস্তানের সামনে যখন তাঁর ব্যাক্তিগত কোন তথ্য সরবরাহ না করে দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকল তখন ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সেই কাজ করে দিল! কে অভিনন্দন, তাঁর কোথায় বাড়ি, বাড়িতে কে আছে। পরিবারের অন্যান্য সদস্যরা কে কি করে! চটকদার ব্রেকিং নিউজ পরিবেশিত হচ্ছে, বাদ যায়নি 'বহুল প্রচারিত' বাংলা সংবাদমাধ্যম-ও!! আমি বিশ্বাস করি সংবাদমাধ্যম এখনও দায়িত্বশীল, তথাকথিত বড় বড় সংবাদমাধ্যমের কাছে আবেদন বেশি দেশপ্রেম দেখাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। এই বিষয়ে অন্য একটি কথাও বলতে চাই, যে সকল সংবাদমাধ্যম দেখাল মাসুদ আজাহারের ভাই, বন্ধু ২৬ কমান্ডার সহ ৩৫০ জন মারা গেছে ভারতীয় বিমান হামলায় তাঁরা কোন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পরিবেশিত করল? জনগন কে কেন বিভ্রান্ত করা। অতি ভক্তি চোরের লক্ষন মাথায় রাখবেন। ভারতীয় সেনা আমাদের গর্ব, মাথায় রাখুন বেশি মেকি দেশভক্তি না দেখিয়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.