Header Ads

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন ক্রিস গেইল। কবে জানেন?

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ এর বিশ্বকাপ ক্রিকেটের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন ওয়েস্টইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ক্রিস গেইল।
গত কয়েক বছরে জাতীয় দলের থেকে বিভিন্ন দেশে টি২০ লিগে ই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আগেই বোর্ডকে জানিয়েছিলেন তিনি বিশ্বকাপে খেলতে চান। ৩৯ বছর বয়সেও গেইল এপেনার হিসেবে দারুণ কার্ষকরী ভূমিকা নিতে পারেন। কিন্তু বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না বলে জানিয়ে দিলেন ক্যারিবিয়ান দৈত্য।

৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ব্রায়ান লারার পরেই দ্বিতীয় স্থানে আছেন গেইল। এই ফর্ম্যাটে ১০০০০ রানের মাইল ফলক স্পর্শ করার জন্য দরকার আর ২২৩ রান । একদিনের ক্রিকেটে ওয়েস্টইন্ডিজের হয়ে সর্বাধিক (২৩ টি) শতরানের ইনিংসের রেকর্ডও তাঁর ঝুলিতে রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ও একমাত্র ক্যারিবিয়ান ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরানও করেছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.