পুলওয়ামায় সেনা মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে ব্যবসা বনধের ডাক!
নজরবন্দি ব্যুরো: গোটা দেশ জুড়ে সোমবার ব্যবসা বনধের ডাক দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত ৪০ জন সেনাদের পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে এই বনধের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু সেনা। তারই প্রেক্ষিতে এই বনধ।
এই বনধের ফলে বাজারগুলি বন্ধ থাকবে।এদিন দিল্লিতে পাইকারি এবং খুচরো বাজার বন্ধ থাকবে। পাশাপাশি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ রাজস্থান, তামিলনাড়ু, পাঞ্জাব হরিয়ানা জম্মু ও কাশ্মীরে এই বনধ পালন করা হবে বলে জানা গিয়েছে।
গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু সেনা। তারই প্রেক্ষিতে এই বনধ।

No comments