Header Ads

শিলিগুড়িতে বনদের ভাল প্রভাব আজও!

নজরবন্দি ব্যুরো: বাম শ্রমিক সংগঠন সহ মোট ১৮ টি সংগঠনের ডাকা বনধের আজ ছিল শেষ দিন। আর এই শেষ দিনে শিলিগুড়িতে বাম-কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন সিপি(আই)এম  নেতা অশোক ভট্টাচার্য। সকালের দিকে শহরে ধর্মঘটের কোনও প্রভাব না পড়লেও বাম-কর্মীরা মিছিল শুরু করতেই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়।
আজও বেসরকারি বাস রাস্তায় নামেনি। তবে হাতে গোনা যাত্রী নিয়ে সরকারি বাস কিছু চলছে।

এই বনধ প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, "আজ বনধের দ্বিতীয় দিনেও সব বন্ধ রয়েছে। ধর্মঘট সফল। বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে। তাই তারা বিরোধিতা করছে।"

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.