Header Ads

বামেরা রাস্তায় নামতেই স্বতঃস্ফূর্ত সাড়া ধর্মঘটে। বনধ সমর্থনে এগিয়ে এলেন মানুষ।

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দেশ জুড়ে বনধ ডেকেছে সিপিআইএম ট্রেড ইউনিয়ন গুলি। সমর্থন দিয়েছে তৃণমূল ও বিজেপি ছাড়া বাকি প্রায় সমস্ত শ্রমিক সংগঠন। আজ সেই ধর্মঘটের দ্বিতীয় দিনেও সাড়া মিললো সাধারণ মানুষের থেকে।

রাজ্যে ধর্মঘটের বিরোধিতায় তৎপর হয়েছে তৃণমূল। যানবাহন থেকে সরকারি অফিস, সব কিছু চালু রাখার নির্দেশিকা জারি করেছে সরকার। আজ বনধের দ্বিতীয় দিনে শিলিগুড়ি শহরে মিছিল বের করেন বাম নেতা অশোক ভট্টাচার্য। রাস্তায় মিছিল বার হতেই তাতে সাড়া দিতে শুরু করেন সাধারণ মানুষ। স্বেচ্ছায় দোকান বন্ধ করতে শুরু করেন তারা।

এদিন রাস্তায় দেখা যায়নি কোনো বেসরকারি বাস। সরকারি বাস চললেও তাতে নামমাত্র যাত্রী ছিল। অশোক ভট্টাচার্য বলেন, বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে৷ তার পরেও বনধ সফল সাধারণ মানুষ সাড়া দিয়েছেন ধর্মঘটের সমর্থনে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.