নিরাপত্তা যথাযথ না হলে ভোটের ডিউটি নয়, আগামিকাল ডেপুটেশন শিক্ষকদের।
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের ডিউটি দিতে গিয়ে যথেষ্ট হেনস্থার শিকার হতে হয় শিক্ষক, শিক্ষাকর্মী ও অন্যান্য সরকারি কর্মচারীদের। আর সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত না হলে ভোটের ডিউটি বয়কট করার কথা জোরের সাথে জানালেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
ভোটের ডিউটি দিতে গিয়ে রীতিমতো হুমকি-হেনস্থার সম্মুখীন হতে হয় শিক্ষক ও অন্যান্য ভোটকর্মীদের। পঞ্চায়েত ভোটে এক শিক্ষক সততার মাশুল হিসেবে দিয়েছিলেন তার জীবন। অনেকের আশঙ্কা শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে রাজকুমার রায়কে।'
এরপরেই বেঁকে বসেছেন রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী মঞ্চ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা যথাযথ না হলে ভোটের ডিউটি দিতে যাবেন না তারা৷ এবিষয়ে আগামিকাল বিকেল ৩টেয় পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেবেন সংগঠনের সদস্য শিক্ষকরা, জানিয়েছেন যুগ্ম সম্পাদক কিংকর অধিকারি।

রাজ্যে 33000 VRP আছে to.....
ReplyDelete