নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। মৌসুমী-কে বিজেপি তে যোগদান করতে রাজি করানোর পিছনের কারিগরের নাম মুকুল রায়। আজ দিল্লীতে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়-র হাত ধরে বিজেপি তে পদার্পন ঘটালেন এই জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ সূত্র জানাচ্ছে, ২০১৯ লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে চলেছেন তিনি। তবে কোন আসনে প্রার্থী হবেন তা এখনও নিশ্চিত নয়। বিশেষ সূত্র জানাচ্ছে মৌসুমী মৌসুমি প্রার্থী হতে পারেন সন্ধ্যা রায়ের বিপরীতে।
তবে সন্ধ্যা রায় ২০১৯এ আদেও তৃণমূল প্রার্থী হচ্ছেন কিনা তা যদিও নিশ্চিত নয় এখনও। বর্তমানে সন্ধ্যা রায় মেদিনিপুরের তৃণমূল সাংসদ। মৌসুমির বিজেপি যোগদান এবং প্রার্থী হওয়ার সম্ভাবনাতেই স্পষ্ট ২০১৯ নির্বাচনে বিজেপির মূল হাতিয়ার অভিনেতা বা অভিনেত্রীরাই।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে কলকাতা উত্তর আসনে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন মৌসুমি। সেবার তিনি পরাজিত হয়েছিলেন সিপিআইএম পলিটব্যুরো মেম্বার তথা বর্তমান রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের কাছে।
No comments