Header Ads

রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশা প্রকাশ্যে। ভুল বানান দিয়েই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক মারাত্মক খামতি সামনে এলো। পাঠ্য বইয়ে ভুল বানান দিয়ে শুরু হল ছাত্রছাত্রীদের নতুন বছর, কটাক্ষ করলো শিক্ষক মহল।
পঞ্চম শ্রেণীর ইংরাজি পাঠ্য বইয়ে Lesson 1 এ Gandhi, The Mahatma চ্যাপ্টারে প্রথম পৃষ্ঠাতেই একটি বানান পরপর দু'জায়গায় দুরকম লেখা রয়েছে। প্রথম প্যারাগ্রাফে লেখা রয়েছে 'Jamnalal'। অথচ পরের প্যারাগ্রাফেই ওই শব্দটির বানান রয়েছে 'Jamanlal'।
দুটির মধ্যে কোন বানানটি সঠিক তা বুঝতে পারছে না ছাত্রছাত্রীরা। এমনকি সঠিক বানান কোনটি, এবিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য কমিটির সহ সম্পাদক তপন জানা নিজে ইংরেজির শিক্ষক। অথচ ইংরেজির পাঠ্যবইয়ের শুরুতেই এমন মারাত্মক ভুল। বিষয়টি দেখে তিনি হতবাক। তিনি বলেন, "পঞ্চম শ্রেণীর ইংরাজি বইয়ের শুরুতে যে মুদ্রন প্রমাদ ঘটেছে তা শিক্ষা দপ্তরের দায়িত্ব জ্ঞানহীন আচরনের প্রমাণ। ছাত্রছাত্রীরা নির্ভুল ভাবে শিক্ষা গ্রহণ করুক, এটাই আমরা চাই।" তপন বাবু দাবি করেন, শিক্ষা দপ্তরের এই ভুল অবিলম্বে সংশোধন করা হোক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.