৬৫টি সরকারি প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যম শুরু হতে চলেছে! জানালেন শিক্ষামন্ত্রী
নজরবন্দি ব্যুরো: এবার প্রাথমিক থেকে ইংরাজি মাধ্যমে পড়ার সুযোগ পাবে রাজ্যের পড়ুয়ারা। রাজ্যে প্রায় ৬৫ টি স্কুলে প্রথম শ্রেণি থেকে ইংরাজি মাধ্যম শুরু হতে চলেছে।
এই বছর থেকে পড়াশোনার কাজ শুরু হয়ে যাবে। জানালেন শিক্ষামন্ত্রী। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘ রাজ্যে পরীক্ষামূলক-ভাবে ১০০টি ইংরেজি মাধ্যম স্কুলে চালু করা হবে। ৬৫টি স্কুলে এবছর থেকেই পড়াশোনার কাজ শুরু করার চেষ্টা চলছে।" স্কুলগুলি থেকে তালিকা নেওয়া হবে। অতিরিক্ত শিক্ষক আছে কিনা জানতে চাওয়া হবে। অনেক স্কুলেই বেশি শিক্ষক রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিক্ষাবিদরা।

No comments