‘এবিসিডি ৩’ তে এবার কি বরুনের সাথে সারা?
নজরবন্দি ব্যুরোঃ কফি উইথ করণে প্রথমবার এসেই বেশ কিছু গোপন তথ্য শেয়ার করেছিলেন সারা। এমনকি তাঁকে একটি রাউন্ডে জিজ্ঞাসা করা হয়, কোন অভিনেতার সঙ্গে কাজ করার জন্য সারা সবকিছু ছেড়ে দিতে পারেন। উত্তরে নাম আসে বরুণ ধাওয়নের।
আর সেই স্বপ্নের হিরোর সঙ্গেই নাকি ‘এবিসিডি ৩’ তে কাজ করতে চলেছেন সারা আলি খান।কথা আছে শ্রদ্ধা কপূরকে নিয়েই ছবির তৃতীয় সিক্যয়েল করতে চান পরিচালক রেমো ডিসুজা।কিন্তু শ্রদ্ধা ছারাও একজন অভিনেত্রীকে রাখা হবে ছবিতে। তবে কি সেই অভিনেত্রী সারা?
আর সেই স্বপ্নের হিরোর সঙ্গেই নাকি ‘এবিসিডি ৩’ তে কাজ করতে চলেছেন সারা আলি খান।কথা আছে শ্রদ্ধা কপূরকে নিয়েই ছবির তৃতীয় সিক্যয়েল করতে চান পরিচালক রেমো ডিসুজা।কিন্তু শ্রদ্ধা ছারাও একজন অভিনেত্রীকে রাখা হবে ছবিতে। তবে কি সেই অভিনেত্রী সারা?

No comments