Header Ads

শিক্ষকদের ওপর এবার নজরদারিতে আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকার। ক্ষোভের আগুন শিক্ষক মহলে।

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক অসন্তোষ রাজ্যে দিনদিন বেড়েই চলেছে। স্কুল পরিদর্শকের দপ্তরের নতুন নির্দেশ আরও একবার সেই ক্ষোভের আগুনে ঘি ঢাললো।
বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শকেএ দপ্তরের নির্দেশ অনুযায়ী, এবার শিক্ষকদের স্কুলে ঢোকা এবং বেরোনোর বিষয়টি এসএমএস এর মাধ্যমে জানানোর হুকুম জারি হল। সম্প্রতি পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ায় চালু করা হয়েছে এই নিয়ম। এসএমএস করে জানাতে হবে মহকুমাশাসক ও ডিআই কে। বিষয়টির ওপর নজরদারি চালাবেন জেলাশাসক।
বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে এসে খোদ মুখ্যমন্ত্রী শিক্ষকদের হাজিরার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরেই ১০ ডিসেম্বর বাঁকুড়ার জেলাশাসকের সাথে বৈঠক হয় সার্কিট হাউজে। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে শিক্ষকদের স্কুলে উপস্থিতি সংক্রান্ত এই হুকুমে যারপরনাই ক্ষুব্ধ শিক্ষক মহল। বেতন সমস্যা সহ একাধিক বিষয়ে দীর্ঘদিন সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন তারা। অথচ সেবিষয়ে কোনো সমাধান সূত্র না বের করে উল্টে শিক্ষকদের ওপর এই নজরদারিতে অসন্তুষ্ট রাজ্যের শিক্ষক মহল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.