Header Ads

জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়ে বই লিখলেন মনীষা।

নজরবন্দি ব্যুরোঃ ২০১২ তে মারণ রোগ কান্সারে আক্রন্ত হয়েছিলেন অভিনেত্রী মনীষা কৈরালা। সার্জারির পর টানা ছ'মাস কেমোথেরাপির মধ্যে দিয়ে গিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরেছেন জীবনের মূল স্রোতে।
এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাঁর এই কঠিন সময়ের কথা গুলি লিখেছেন বইএ। যার নাম 'হিলড : হাউ ক্যানসার গেভ মি এ নিউ লাইফ'। এই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, অনুপম খের, জ্য়াকি শ্রফ, ভাগ্য়শ্রী, মহেশ ভাট, ইমতিয়াজ় আলি ও দিয়া মির্জা।

 মনীষার সঙ্গে বইটি যুগ্মভাবে লিখেছেন নিলম লাহা। মনীষা বলেন বলেন, "বইটা লেখার জন্য আমাকে আবার ওই দিনগুলির কথা মনে করতে হয়েছে। যা আমার জন্য় খুবই যন্ত্রণাদায়ক।

 আমি এটা ভেবে বইটা বন্ধ করে দিয়েছি যে কোনওদিনই হয়তো বইটা আর লিখে উঠতে পারব না। কিন্তু, তারপরে আমি ভেবেছি এই বইটা হয়তো অনেক ক্যানসারাক্রান্ত মানুষকে অনুপ্রেরণা দেবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.