Header Ads

ঝড়ের গতিতে ছুটছে " সিম্বা" ১২ দিনে ২০০ কোটি!

নজরবন্দি ব্যুরোঃ ৫ দিনে ১০০ কোটির পর এবার ১২ দিনের মাথায় ২০০ কোটি উপার্জন করল রণবীর সিং ও সারা আলি খান অভিনীত ছবি।
ছবির পরিচালক রোহিত শেট্টি।ছবির প্রযোজক করণ জোহর লিখেছেন "২০০ কোটি পেরিয়ে গেল !!! সিম্বা এখন বক্স অফিসে রাজত্ব করছে।"মোড়। রোহিত শেট্টির ছবিতে যেভাবে সমাজের ফাটলগুলোকে তুলে ধরা হয়, এই ছবিতেও সেটাই করা হয়েছে। তবে এন্টারটেনমেন্টের মোড়কে জমজমাট ভাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.