সিডনিতে শতরান করে সচিনকে টপকালেন চেতেশ্বর।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সিডনিতে শতরান করে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন পূজারা। এর আগে চলতি সিরিজে অ্যাডিলেড ও মেলবোর্নে শতরান করেছিলেন তিনি।
সেই সঙ্গে এদিন লিটল মাস্টার সচিনকেও টপকে গেলেন। ২০০৮ এর অ্যাডিলেড টেস্টের প্রথম দিন সচিন করেছিলেন ১২৪ রান ।অজিদের ডেরায় টেস্টের প্রথম দিনে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করার বিচারে ৪ নম্বরে ছিলেন সচিন। সিডনি টেস্টের প্রথম দিনে ১৩০ রান করে সচিনকে টপকে চার নম্বরে জায়গায় এখন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান পূজারা।
একনজরে দেখে নিন- অজিভূমিতে টেস্টের প্রথম দিনে সর্বাধিক রান কোন কোন ভারতীয় ব্যাটসম্যানদের আছে।
১) বীরেন্দ্র সেহওয়াগ- ২০০৩ সালে মেলবোর্ন টেস্টে প্রথম দিনে ১৯৫ রান)
২) মুরলী বিজয়- ২০১৪ সালে ব্রিসবেন টেস্টে প্রথম দিনে ১৪৪ রান
৩) সুনীল গাভাসকর- ১৯৮৬ সালে সিডনি টেস্টে প্রথম দিনে ১৩২ রান
৪)চেতেশ্বর পূজারা- ২০১৯ সালে সিডনি টেস্টে প্রথম দিনে ১৩০* রান
৫)সচিন তেন্ডুলকর-২০০৮ সালে অ্যাডিলড টেস্টে প্রথম দিনে ১২৪ রান
সেই সঙ্গে এদিন লিটল মাস্টার সচিনকেও টপকে গেলেন। ২০০৮ এর অ্যাডিলেড টেস্টের প্রথম দিন সচিন করেছিলেন ১২৪ রান ।অজিদের ডেরায় টেস্টের প্রথম দিনে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করার বিচারে ৪ নম্বরে ছিলেন সচিন। সিডনি টেস্টের প্রথম দিনে ১৩০ রান করে সচিনকে টপকে চার নম্বরে জায়গায় এখন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান পূজারা।
একনজরে দেখে নিন- অজিভূমিতে টেস্টের প্রথম দিনে সর্বাধিক রান কোন কোন ভারতীয় ব্যাটসম্যানদের আছে।
১) বীরেন্দ্র সেহওয়াগ- ২০০৩ সালে মেলবোর্ন টেস্টে প্রথম দিনে ১৯৫ রান)
২) মুরলী বিজয়- ২০১৪ সালে ব্রিসবেন টেস্টে প্রথম দিনে ১৪৪ রান
৩) সুনীল গাভাসকর- ১৯৮৬ সালে সিডনি টেস্টে প্রথম দিনে ১৩২ রান
৪)চেতেশ্বর পূজারা- ২০১৯ সালে সিডনি টেস্টে প্রথম দিনে ১৩০* রান
৫)সচিন তেন্ডুলকর-২০০৮ সালে অ্যাডিলড টেস্টে প্রথম দিনে ১২৪ রান

No comments