'লিভইন' সম্পর্ক নিয়ে বিশেষ রায় দিলো সুপ্রিম কোর্ট।
নজরবন্দি ব্যুরোঃ 'লিভইন' সম্পর্কে থাকা দুজন পুরুষ ও মহিলার শারীরিক সম্পর্ক নিয়ে এবার বিশেষ রায় শোনালো দেশের শীর্ষ আদালত।
একজন মহিলা ও একজন পুরুষ লিভ-ইন করলে এবং দুজনের সম্মতিক্রমে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে কোনোমতেই ধর্ষন বলা যাবে না, রায় দিলো সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের এক মহিলার করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় ঘোষণা করে আদালত।
পেশায় নার্স মহারাষ্ট্রের ওই মহিলার অভিযোগ, বিবাহবিচ্ছেদের পর তিনি এক চিকিৎসকের প্রেমে পড়েন। তার সঙ্গে লিভ-ইন করতে শুরু করেন। শারীরিক সম্পর্কও হয় দুজনের মধ্যে। কিন্তু ওই চিকিৎসক তাকে বিয়ে করতে রাজী হচ্ছেন না এখন। এরপরেই তিনি আদালতে মামলা করেন ধর্ষনের। কিন্তু আদালত রায় দিয়েছে, স্বেচ্ছায় লিভ-ইন সম্পর্কে সহবাসকে ধর্ষন বলা হবে না।
একজন মহিলা ও একজন পুরুষ লিভ-ইন করলে এবং দুজনের সম্মতিক্রমে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তাকে কোনোমতেই ধর্ষন বলা যাবে না, রায় দিলো সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের এক মহিলার করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় ঘোষণা করে আদালত।

No comments