নিরামিষা নয় "কড়কনাথ" খেলেই বাড়বে বিরাটদের ফিটনেস ও স্ট্যামিনা, জানালো কৃষি বিজ্ঞান কেন্দ্র।
নজরবন্দি ব্যুরোঃ গ্রিলড চিকেন নয়, কড়কনাথ খেলেই বাড়বে ফিটনেস ও স্ট্যামিনা। ক্যাপ্টেন কোহলিকে এমনই মোক্ষম দাওয়াই বাতলে দিল মধ্যপ্রদেশের কৃষি বিজ্ঞান কেন্দ্র। 
জাবুয়ার এই কেন্দ্রের আবেদন, গ্রিলড বা ঝলসানো মাংস ছেড়ে কড়কনাথ (বিশেষ দেশীয় প্রজাতির কালো মুরগি) খেলেই বাড়বে ফিটনেস ও কর্মক্ষমতা। কারণ, এই মাংসে কোলেস্টরল ও ফ্যাটের পরিমাণ কম। বরং হাই প্রোটিন ও আয়রন সমৃদ্ধ এই মাংস খুবই উপকারি বলে মত ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রের।
তাদের দাবি, বিরাট কোহলিরা আগে গ্রিলড চিকেন খেত। সেখানে অতিরিক্ত কোলেস্টেরল ও ফ্যাট থাকায় তাঁরা তা বন্ধ করে নিরামিষ আহার করেন। এবার থেকে সেটা করার আর প্রয়োজন নেই। ভয়ডরহীন হয়েই এই চিকেন খেতে পারেন বিরাটরা। তাই ভারতীয় ক্রিকেটারদের মেদ ঝরাতে 'কড়কনাথ' খাওয়ার পরামর্শ দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিঠি লিখল কেবিসি।
জাবুয়ার এই কেন্দ্রের আবেদন, গ্রিলড বা ঝলসানো মাংস ছেড়ে কড়কনাথ (বিশেষ দেশীয় প্রজাতির কালো মুরগি) খেলেই বাড়বে ফিটনেস ও কর্মক্ষমতা। কারণ, এই মাংসে কোলেস্টরল ও ফ্যাটের পরিমাণ কম। বরং হাই প্রোটিন ও আয়রন সমৃদ্ধ এই মাংস খুবই উপকারি বলে মত ওই কৃষি বিজ্ঞান কেন্দ্রের।
তাদের দাবি, বিরাট কোহলিরা আগে গ্রিলড চিকেন খেত। সেখানে অতিরিক্ত কোলেস্টেরল ও ফ্যাট থাকায় তাঁরা তা বন্ধ করে নিরামিষ আহার করেন। এবার থেকে সেটা করার আর প্রয়োজন নেই। ভয়ডরহীন হয়েই এই চিকেন খেতে পারেন বিরাটরা। তাই ভারতীয় ক্রিকেটারদের মেদ ঝরাতে 'কড়কনাথ' খাওয়ার পরামর্শ দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে চিঠি লিখল কেবিসি।


No comments