পুরী থেকে ভোটে দাঁড়াচ্ছেন মোদী? সম্ভাবনার কথা জানালেন বিধায়ক।
নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে ভোটে দাঁড়াচ্ছেন এই নিয়ে বিজেপির মধ্যে একটা বিতর্ক আছে। লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই,তাই প্রধানমন্ত্রী কোথা থেকে দাঁড়াচ্ছেন তা জানতে চায় বিজেপি সমর্থকরা।
এবার সেই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট করে দিলেন বিজেপির এক বিধায়ক। তিনি জানিয়ে দিলেন, ওড়িশার পুরী থেকেই ভোটে লড়বেন নরেন্দ্র মোদী। অন্তত ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন প্রদীপ পুরোহিত নামে ওই বিধায়ক।
কিছুদিন আগে ওড়িশায় বিজেপির সভাপতি জানিয়েছিলেন, তাঁরা নরেন্দ্র মোদীকে পুরী থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করবেন।
তবে তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কি ভাবনা তা এখনও জানা যায় নি। এরই মধ্যে ওড়িশার বিজেপি বিধায়ক প্রদীপ পুরোহিত পুরী থেকে মোদীর প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন। তবে প্রধানমন্ত্রীর প্রার্থী হওয়া নিয়ে বিজেপির কোনও হেভি-ওয়েট কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে কিছু মন্তব্য করেন  নি।
এবার সেই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট করে দিলেন বিজেপির এক বিধায়ক। তিনি জানিয়ে দিলেন, ওড়িশার পুরী থেকেই ভোটে লড়বেন নরেন্দ্র মোদী। অন্তত ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন প্রদীপ পুরোহিত নামে ওই বিধায়ক।
কিছুদিন আগে ওড়িশায় বিজেপির সভাপতি জানিয়েছিলেন, তাঁরা নরেন্দ্র মোদীকে পুরী থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করবেন।
 

 
 
 
No comments