Header Ads

বিকাশ ভবনে বৈঠকের পরেই শিক্ষক নিয়োগ, বদলি নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে থাকার কারণে বারবার আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। একই সাথে শিক্ষক বদলি নিয়েও উঠেছে অনেক দুর্নীতির অভিযোগ। এসমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার বিকাশ ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে স্থির হয়েছে, শিক্ষকদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে বন্টন প্রক্রিয়া শেষ হলেই নতুন ভাবে বদলি প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই কোথায় কত শিক্ষক রয়েছেন, কোথায় শিক্ষক ঘাটতি, কোথায় উদ্বৃত্ত-সেসব সাতদিনের মধ্যে জানতে চেয়ে তলব করেছেন পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার বিধাননগর সরকারি স্কুলে পুস্তক দিবস অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী জানান, এখনো পর্যন্ত প্রায় ৭০ হাজার শিক্ষক বদলি করা হয়েছে৷ আবার শুরু হবে বদলি প্রক্রিয়া৷ বদলির ক্ষেত্রে শিক্ষিকাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিজের জেলাতে না সম্ভব হলে পাশের জেলায় বদলি করা হবে শিক্ষকদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.