চলে গেলেন সাহিত্যিক দিব্যেন্দু পালিত।
নজরবন্দি
ব্যুরোঃ প্রয়াত
সাহিত্যিক দিব্যেন্দু পালিত। কাল অসুস্থ হয়ে ভর্তি
হয়েছিলেন হাসপাতালে সেখানেই
মৃত্যু হয় প্রখ্যাত সাহিত্যিকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৩৯
সালের ৫ মার্চ জন্ম ভাগলপুরে।১৯৮৪
সালে আনন্দ পুরস্কার ১৯৯৮
সালে ‘সাহিত্য অকাডেমী’ও ১৯৯০
সালে বঙ্কিম পুরস্কার পেয়েছিলেন তাঁর অনবদ্য
লেখার জন্য। তাঁর লে‘অন্তর্ধান’ নিয়ে ছবি তৈরি করেছিলেন তপন সিংহ। দিব্যেন্দু বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে
সাহিত্য জগতে।  

 
 
 
No comments