'ঘেউঘেউ'-এর পরে 'দাও-দাও'! মহার্ঘভাতা নিয়ে কর্মচারীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বকেয়া মহার্ঘভাতা নিয়ে ক্ষোভ অনেক দিনের। এমনকি এই বকেয়া মহার্ঘভাতা আদায়ের জন্য আদালতে দ্বারস্থ হতে হয় রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু এখনও সেই বিতর্কের অবসান হয়নি।
এবার সেই বিতর্কিত বকেয়া মহার্ঘভাতার ব্যাপারে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পরে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণের পাশাপাশি বলেন," এদের সঙ্গে জুটেছে বিজেপি। বলছে, টাকা বাড়াও, টাকা বাড়াও। কেন্দ্রের হারে মাইনে বাড়িয়ে দাও। মুখে বড় বড় কথা বলছে এরা। এরা রাজ্য থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। সরকারের টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আবার উল্টে বেতন বাড়ানোর কথা বলছে।"
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট , বকেয়া মহার্ঘভাতা নিয়ে এখনও কিছু ভাবনাচিন্তা নেই রাজ্য সরকার। আর তাই সরকারি কর্মচারীদের এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের কাছে আর কোনও রাস্তা খোলা নেই। এমনটাই মনে করেন বিশেষজ্ঞ মহল।

No comments