Header Ads

লোকসভা ভোটের আগে প্রায় ৮ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা রাজ্য সরকারের।

নজরবন্দি ব্যুরোঃ সামনেই নির্বাচন। আর তার আগেই যুবসমাজের ক্ষোভ প্রসমনে বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রায় ৮ হাজারেরও বেশি নিয়োগ হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
 মেডিক্যাল অফিসার, নার্স, বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর, ডেপুটি সুপার প্রভৃতি পদ গুলিতে নিয়োগ হবে৷ মোট ৫৭০০ জন নার্স নিয়োগ করা হবে৷ এই প্রথমবার রাজ্যে পুরুষ নার্স নিয়োগ করা হবে৷ প্রথম দফায় মোট ৭০ জন পুরুষ নার্স নিয়োগ করা হবে। এদের মূলত অর্থোপেডিক ও মানসিক রোগীদের ওয়ার্ডে নিযুক্ত করা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।  ৯ জানুয়ারি অর্থাৎ আগামিকাল থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। বেকার সমস্যা রাজ্য তথা দেশ জুড়ে এক চূড়ান্ত আকার নিচ্ছে৷ ক্ষোভ গিয়ে পড়ছে সরকারের ওপর। তাই লোকসভা ভোটের মুখে ভোটব্যাঙ্ককে শক্তিশালী করতে বিপুল নিয়োগের পথে রাজ্য সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.