Header Ads

বিয়ে করছেন অভিনেতা প্রতীক বব্বর।

নজরবন্দি ব্যুরোঃ বলিউডে আরও এক অভিনেতার বিয়ে।এবার জানুয়ারিতে বিয়ে করছেন স্মিতা পাটিল এবং রাজ বব্বরের প্রথম সন্তান অভিনেতা প্রতীক বব্বর।
লখনউয়ে বসবে বিয়ের আসর। ২২ এবং ২৩ জানুয়ারি দু'দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। তাতে আমন্ত্রিত থাকবেন বর-কনের আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বেশি জাঁক জমকের অনুষ্ঠান পছন্দ নয় প্রতীক এবং তাঁর হবু বউ সনয়া সাগরের।

 সেকারণেই বিয়ে নিয়ে বেশি প্রচার করা হচ্ছে না বলে প্রতীকের ম্যানেজার জানিয়েছেন। গত দু'বছর ধরে সনয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রতীক। পেশায় লেখক এবং পরিচালক সনয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.