Header Ads

সস্ত্রীক জেলাশাসকের গ্রেফতারের দাবি জানালেন সিপি(আই)এম নেতা অশোক ভট্টাচার্য!

নজরবন্দি ব্যুরো: এবার জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রীকে গ্রেফতারের দাবি জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র ও সিপি(আই)এম নেতা অশোক ভট্টাচার্য।
এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দেন।
অশোক ভট্টাচার্য বলেন, " ওই ভিডিওটি দেখে আমি স্তম্ভিত। থানার মধ্যে ঢুকে এক আইপিএস অফিসার ও তাঁর স্ত্রী দুজনে মিলে গুণ্ডামি করছেন। প্রশাসক হিসেবে তাঁর উচিত ছিল অভিযুক্তকে আইনের হাতে তুলে দেওয়া। দেশে বিচারব্যবস্থা রয়েছে। কিন্তু, তার তোয়াক্কা না করে তিনি যা করেছেন তা ন্যক্কারজনক। এই ঘটনার কথা জানিয়ে আমি পুলিশ দফতরের মন্ত্রী অর্থাৎ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি।
ওই যুবকের পাশাপাশি জেলাশাসক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে"।

সোশ্যাল মিডিয়ায় জেলাশাসকের স্ত্রী বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারেন জেলাশাসক ও তাঁর স্ত্রী। এর পরে ওই অভিযুক্তকে মেরে ফেলার হুমকি দেন জেলাশাসক নিখিল-বাবু। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় গোটা রাজ্য জুড়ে। ছুটিতে পাঠান হয় ওই জেলাশাসককে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.