আগাম জামিন পেয়ে এবার ধর্ষন কাণ্ডে মুখ খুললেন অলোক নাথ।
নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগে যৌনহেনস্থা ও ধর্ষনের অভিযোগে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় আফআইআর দায়ের করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ।
এই মামলাতে তিনি আগাম জামিন পেয়াছেন। কিন্তু অভিযুক্ত হবার পর খুব বেশি মুখ খুলেননি তিনি। এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অলোক নাথ।
তিনি বলেন “মাননীয় কোর্ট ও আমার উকিলদের পরামর্শেই আমি এখনও পর্যন্ত চুপ আছি। হতে পারে এই ক'মাসে মুখ ফসকে দু-এক কথা কখনও বলে ফেলেছি, তাছাড়া এ কথা বলাই যায়, গত তিনমাসে আমি কথা বলা একপ্রকার ছেড়েই দিয়েছি”।
তিনি আরও বলেন, “এইমুহূর্তে আমার মন্তব্য করাটা ঠিক নয়। তবে, আমরা জামিনের জন্য আবেদন করে ইতিবাচক সাড়া পেয়েছি এবং এই সিদ্ধান্তের জন্য আমরা মহামান্য কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সময় হলে আমি আবার আমার বক্তব্য প্রকাশ্যে আনব”।
এই মামলাতে তিনি আগাম জামিন পেয়াছেন। কিন্তু অভিযুক্ত হবার পর খুব বেশি মুখ খুলেননি তিনি। এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অলোক নাথ।
তিনি বলেন “মাননীয় কোর্ট ও আমার উকিলদের পরামর্শেই আমি এখনও পর্যন্ত চুপ আছি। হতে পারে এই ক'মাসে মুখ ফসকে দু-এক কথা কখনও বলে ফেলেছি, তাছাড়া এ কথা বলাই যায়, গত তিনমাসে আমি কথা বলা একপ্রকার ছেড়েই দিয়েছি”।

No comments