বনধের সমর্থনে রাস্তায় নেমে গ্রেপ্তার সুজন চক্রবর্তী।
নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের শ্রমিক নীতি সহ অন্যান্য বিষয় গুলিতে বিরোধিতা করে দেশ জুড়ে আজ ও কাল ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। প্রথম থেকেই এই ধর্মঘটের বিরোধিতা করে এসেছে রাজ্যের শাসক দল।
আজ রাজ্য জুড়ে একাধিক জায়গায় যখন বনধের সমর্থনে স্লোগান ওঠে তখন সেই বনধকে রুখতে তৎপর হয় প্রশাসন। হাজরা মোড়ে বনধ সমর্থনকারীদের সাথে গন্ডগোল বাধে পুলিশের৷ আটক করা হয় প্রায় ৭০ জনকে। আনন্দপুরে কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ৷ যাদবপুরে সকাল সাড়ে আটটায় গ্রেপ্তার হন বাম নেতা সুজন চক্রবর্তী। রায়গঞ্জ, বেলঘড়িয়া দমদম ক্যান্টনমেন্ট, সিঙ্গুর, অন্ডাল সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে ধর্মঘটীদের।
আজ রাজ্য জুড়ে একাধিক জায়গায় যখন বনধের সমর্থনে স্লোগান ওঠে তখন সেই বনধকে রুখতে তৎপর হয় প্রশাসন। হাজরা মোড়ে বনধ সমর্থনকারীদের সাথে গন্ডগোল বাধে পুলিশের৷ আটক করা হয় প্রায় ৭০ জনকে। আনন্দপুরে কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ৷ যাদবপুরে সকাল সাড়ে আটটায় গ্রেপ্তার হন বাম নেতা সুজন চক্রবর্তী। রায়গঞ্জ, বেলঘড়িয়া দমদম ক্যান্টনমেন্ট, সিঙ্গুর, অন্ডাল সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে ধর্মঘটীদের।

No comments