আবার বেলাগাম দিলীপ! এবার তৃণমূলকে কবরে পাঠানোর কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি।
নজরবন্দি ব্যুরো: রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমোকে প্রধানমন্ত্রী হবার সম্ভাবনার কথা জানিয়ে চরম অস্বস্তিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি নিজে যে তৃণমূলের বন্ধু নয় শত্রু এবার তা বোঝাতে বেশ সচেষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ।
গতকাল বিকেলে ময়নার হোগলাবেড়াতে বিডিও অফিস পাশের এক মাঠে বক্তব্য রাখার সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একের পর এক বাক্যবাণে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ চাঙ্গা করতে চাইলেন বিজেপি কর্মীদের।
এদিন তিনি বলেন, “সিপি(আই)এম ও কংগ্রেস বলছে আমি নাকি তৃণমূল হয়ে গিয়েছি। আরে ভাই আমি টিএমসির কবর খুঁড়তে এসছি। ছ’ফুট নিচে। এরা মানুষের উপর যা অত্যাচার করেছে, তাতে এদের পতন অবশ্যম্ভাবী। ১৯ থেকেই এদের পতন শুরু হবে।”
তিনি নিজে যে তৃণমূলের বন্ধু নয় শত্রু এবার তা বোঝাতে বেশ সচেষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ।
গতকাল বিকেলে ময়নার হোগলাবেড়াতে বিডিও অফিস পাশের এক মাঠে বক্তব্য রাখার সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একের পর এক বাক্যবাণে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ চাঙ্গা করতে চাইলেন বিজেপি কর্মীদের।

No comments