নতুন বছরে প্রিয়ার এক নতুন ছবি আবারও ভাইরাল।
নজরবন্দি ব্যুরোঃ কয়েক সেকেন্ডের একটা ভিডিও লিঙ্ক জীবনই বদলে দিয়েছিল অভিনেত্রী প্রিয়া প্রকাশের। চোখ টেপায় তিনি জয় করে নেন দেশের যুবা-হৃদয়।
সেই শুরু। ক্রমশই তিনি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। গত মাসেই গুগল সার্চের নিরিখে তিনি টপকে গিয়েছেন সানি লিওনকেও। নতুন বছরে প্রিয়ার এক নতুন ছবি আবারও ভাইরাল।
লাল টি শার্ট ও সাদা প্যান্ট পরিহিত প্রিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। পোস্টের পাঁচ ঘণ্টার মধ্যেই লাইক পৌঁছে যায় তিন লক্ষে! দেখুন সেই ছবি।
সেই শুরু। ক্রমশই তিনি জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন। গত মাসেই গুগল সার্চের নিরিখে তিনি টপকে গিয়েছেন সানি লিওনকেও। নতুন বছরে প্রিয়ার এক নতুন ছবি আবারও ভাইরাল।
লাল টি শার্ট ও সাদা প্যান্ট পরিহিত প্রিয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। পোস্টের পাঁচ ঘণ্টার মধ্যেই লাইক পৌঁছে যায় তিন লক্ষে! দেখুন সেই ছবি।


No comments