নাসিরুদ্দিন বিতর্কে মুখ খুললেন অমর্ত্য সেন।
নজরবন্দি ব্যুরোঃ নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এক ভিডিওতে নাসিরুদ্দিন শাহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, এখানে বাক স্বাধীনতার কণ্ঠরোধ করা হচ্ছে।
এবার এই ব্যাপারে নাসিরুদ্দিন পাশে পেলেন অমর্ত্য সেনকে। তিনি জানিয়েছেন, 'অভিনেতাকে বিরক্ত করার এই উদ্যোগ আমাদের বন্ধ কার উচিত। যা চলছে (দেশে) তা আপত্তিকর। এসব বন্ধ হওয়া উচিত।' উল্লেখ্য, এর আগে নাসিরুদ্দিন শাহ সম্পর্কিত ওই ভিডিও একটি বিশেষ হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। যেখানে লেখা থাকে 'আব কি বার মানবাধিকার'।
সেই ভিডিওতে নাসিরুদ্দিন শাহ জানান, ' অধিকারের কথা বললেই কণ্ঠরোধ । মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ।' পাশাপাশি তাঁর দাবি, বুদ্ধিজীবিদের কাজে বাধা দেওয়া হচ্ছে, নিজস্ব মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না । সাংবাদিকদেরও দমিয়ে রাখা হচ্ছে। নাসিরুদ্দিন দাবি করেন, 'ধর্মীয় মোড়কে' ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে। সকলকে সত্যি কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। এমনই দেশই কি আমরা চেয়েছিলাম?'
এবার এই ব্যাপারে নাসিরুদ্দিন পাশে পেলেন অমর্ত্য সেনকে। তিনি জানিয়েছেন, 'অভিনেতাকে বিরক্ত করার এই উদ্যোগ আমাদের বন্ধ কার উচিত। যা চলছে (দেশে) তা আপত্তিকর। এসব বন্ধ হওয়া উচিত।' উল্লেখ্য, এর আগে নাসিরুদ্দিন শাহ সম্পর্কিত ওই ভিডিও একটি বিশেষ হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। যেখানে লেখা থাকে 'আব কি বার মানবাধিকার'।
সেই ভিডিওতে নাসিরুদ্দিন শাহ জানান, ' অধিকারের কথা বললেই কণ্ঠরোধ । মুখ খুললেই জেলে পাঠানো হচ্ছে ।' পাশাপাশি তাঁর দাবি, বুদ্ধিজীবিদের কাজে বাধা দেওয়া হচ্ছে, নিজস্ব মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না । সাংবাদিকদেরও দমিয়ে রাখা হচ্ছে। নাসিরুদ্দিন দাবি করেন, 'ধর্মীয় মোড়কে' ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে। সকলকে সত্যি কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। এমনই দেশই কি আমরা চেয়েছিলাম?'

No comments