BNUPSS-এর আন্দোলনের জের, শিক্ষকরা পেতে চলেছেন বকেয়া টাকা!
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে শিক্ষক সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা এরিয়ারের দাবিতে এবার জোরদার আন্দোলনে নামলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের সদস্য শিক্ষকরা। পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রাথমিক শিক্ষকরা তাদের বর্ধিত গ্রেড পে-র বকেয়া এরিয়ার এখনো হাতে পাননি৷
ডিএলএড ট্রেনিং করার পর দুবছরে সেই বকেয়া এরিয়ারের পরিমাণ শিক্ষক প্রতি প্রায় ১২,১৬৮ টাকা। হাজারেরও বেশি শিক্ষক সেই টাকা এখনো পাননি৷ জানা গেছে, ডিপিএসসি-র অ্যাকাউন্টে বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে সেই টাকা। প্রাথমিক শিক্ষকরা যাতে খুব শীঘ্র এই বকেয়া এরিয়ারের টাকা হাতে পান সেই বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে BNUPSS।
সংগঠনের রাজ্য সম্পাদক চিরঞ্জিত ধীবর জানিয়েছেন, "ডিআই থেকে শুরু করে চেয়ারম্যান, প্রত্যেককে মেল করা হয়েছে। ফোনও করা হয়েছে। প্রত্যেকে আশ্বাস দিয়েছেন, এমাসেই বকেয়া টাকা হাতে পাবেন শিক্ষকরা।" যদি সেই প্রতিশ্রুতি পালন না করা হয় তাহলে ডেপুটেশন জমা দেওয়া হবে৷ শুধু বকেয়া এরিয়ারের টাকাই নয়, শিক্ষকদের বদলি, হেডটিচার নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে বড়সড় আন্দোলনে নামতে চলেছে সর্বভারতীয় এই শিক্ষক সংগঠন।
সংগঠনের রাজ্য সম্পাদক চিরঞ্জিত ধীবর জানিয়েছেন, "ডিআই থেকে শুরু করে চেয়ারম্যান, প্রত্যেককে মেল করা হয়েছে। ফোনও করা হয়েছে। প্রত্যেকে আশ্বাস দিয়েছেন, এমাসেই বকেয়া টাকা হাতে পাবেন শিক্ষকরা।" যদি সেই প্রতিশ্রুতি পালন না করা হয় তাহলে ডেপুটেশন জমা দেওয়া হবে৷ শুধু বকেয়া এরিয়ারের টাকাই নয়, শিক্ষকদের বদলি, হেডটিচার নিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে বড়সড় আন্দোলনে নামতে চলেছে সর্বভারতীয় এই শিক্ষক সংগঠন।

No comments