মমতা-মোদী বিরোধী স্লোগান তুলে রাজ্যে ধর্মঘটে সক্রিয় কংগ্রেস।
নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় সরকারের শ্রমিক নীতির বিরুদ্ধে দেশ জুড়ে বনধ ডাকে সিপিআইএম। বনধে সমর্থন জানিয়েছে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। এদিন রাজ্যে বনধের সমর্থনে সুর চড়াতে শোনা গেল কংগ্রেস কর্মী সমর্থকদের।
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ধর্মঘটের সমর্থনে কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে দিতে ঢুকে পড়ে ময়দান মেট্রো স্টেশনে৷ কেন্দ্রে মোদী এবং রাজ্যে মমতার বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। এরপর মেট্রোতে চড়ার চেষ্টা করেন ধর্মঘটিরা৷ তাদের বাধা দেয় আরপিএফ। প্রায় ৩০ জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments