নজরবন্দি ব্যুরো: নতুন বছরের শুরুতেই স্কুলের পড়ুয়াদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেই মূল্যবান শুভেচ্ছা বার্তা পড়ুয়াদের কাছে পৌঁছে দেবার নির্দেশ। স্কুলের পড়ুয়ারা যদি অনুপস্থিত থাকে, তাহলে তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে মুখ্যমন্ত্রীর পাঠানো এই শুভেচ্ছা বার্তা।
এই শুভেচ্ছা-বার্তা ইতিমধ্যে কলকাতা,হাওড়া ও আশেপাশের জেলা প্রাথমিক স্কুলে পৌঁছে গিয়েছে।
বাকি জেলা গুলিতে দ্রুত এই শুভেচ্ছা বার্তা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। এর পর মুখ্যমন্ত্রীর লেখা শুভেচ্ছা বার্তা দ্রুততার সঙ্গে পড়ুয়াদের মধ্যে বিতরণ করতে হবে। তার রিপোর্ট জমাদিতে হবে জেলা স্কুল কাউন্সিলারের কাছে।
এই প্রসঙ্গে প্রাইমারি ট্রেন্ড টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, " এই শুভেচ্ছা বার্তা বিলি করতে স্বাধীনতা দেওয়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষকদের। এক দিনের মধ্যে এই শুভেচ্ছা বার্তা গুলি বিলি করতে বাধ্য করা হচ্ছে , যা কাম্য নয়।"
No comments